২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:৫৫

শিরোনাম আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা Logo গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারও প্রয়োজন: আসিফ নজরুল Logo বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে প্রশংসা আইএমএফের Logo ঢাকার নদীদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত: রিজওয়ানা Logo বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্বের সমাধান আলোচনার মাধ্যমে Logo শীঘ্রই জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী: ফরিদা আখতার Logo হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি, দুর্নীতি করি নি: ধর্ম উপদেষ্টা Logo ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি Logo

র‍্যাবের পোশাক পড়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যান ডাকাতি, গ্রেপ্তার ২

র‍্যাবের পোশাক পড়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যান ডাকাতি, গ্রেপ্তার ২

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ১৫:৩৮

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র‍্যাব পরিচয়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যান ডাকাতির সঙ্গে জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল প্রেস ব্রিফিং-এ তথ্যটি নিশ্চিত করেন। পুলিশ জানায়, গত মঙ্গলবার ভোর ৩টার দিকে পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় র‍্যাবের পোশাক পরে তারা কাভার্ডভ্যান থামিয়ে চালক ও সহযোগীদের মুখ বেঁধে তুলে নেন। পরে তারা ভিন্ন পথে কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় তাদের ফেলে যান।

পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার থেকে মো. জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী লিমন মিয়াও গ্রেপ্তার হন। পরে লিমনের নির্দেশে ডাকাতি হওয়া কাভার্ডভ্যানটি বরিশালের রুপাতলি থেকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, গ্রেপ্তার হওয়া দুজন পেশাদার ডাকাত, এবং তাদের বিরুদ্ধে দুইটি করে ডাকাতিসহ মোট ৪টি মামলা রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

আরও পড়ুন