২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:৫৪

শিরোনাম আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা Logo গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারও প্রয়োজন: আসিফ নজরুল Logo বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে প্রশংসা আইএমএফের Logo ঢাকার নদীদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত: রিজওয়ানা Logo বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্বের সমাধান আলোচনার মাধ্যমে Logo শীঘ্রই জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী: ফরিদা আখতার Logo হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি, দুর্নীতি করি নি: ধর্ম উপদেষ্টা Logo ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি Logo

ঢাকার নদীদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত: রিজওয়ানা

ঢাকার নদীদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত: রিজওয়ানা

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ২০:৫০

ঢাকা শহরের চারটি প্রধান নদীর দূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় একটি বড় প্রকল্প চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আশা প্রকাশ করেছেন, প্রকল্পটি আগামী ডিসেম্বরের মধ্যেই অনুমোদন পাবে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি ‘নদী ও পরিবেশকর্মীদের মিলনমেলা’ শীর্ষক আয়োজনে অংশ নেন এবং নদীর আশপাশের এলাকা ঘুরে দেখেন।

রিজওয়ানা হাসান বলেন, “ঢাকা শহরের চারটি নদী নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলে যে প্রকল্পটি চূড়ান্ত করেছি, আশা করি তা ডিসেম্বরের মধ্যেই পাস হয়ে যাবে। এতে পরিবেশ অধিদপ্তরের জন্য আলাদা বাজেট রাখা হয়েছে, জনবল ও যন্ত্রপাতিরও ব্যবস্থা থাকবে—যাতে তারা আরও কার্যকরভাবে নজরদারি চালাতে পারে।”

তিনি আরও বলেন, “শিল্পবর্জ্য, পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি দূষণের মূল কারণ। শুধু সরকারের নয়, শিল্প মালিক ও নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। সবাই মিলে কাজ করলে নদীগুলোকে আবারও জীবন্ত করে তোলা সম্ভব।”

নদীদূষণ মোকাবিলায় গৃহীত পদক্ষেপের বিষয়ে তিনি জানান, “সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। পলিথিনবিরোধী অভিযানও নিয়মিত চলছে। এখন সুপারমার্কেটগুলোতে পলিথিন আর পাওয়া যায় না। নদীদূষণকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন