২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ০১:২৫

শিরোনাম আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা Logo গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারও প্রয়োজন: আসিফ নজরুল Logo বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে প্রশংসা আইএমএফের Logo ঢাকার নদীদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত: রিজওয়ানা Logo বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্বের সমাধান আলোচনার মাধ্যমে Logo শীঘ্রই জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী: ফরিদা আখতার Logo হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি, দুর্নীতি করি নি: ধর্ম উপদেষ্টা Logo ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি Logo

টমেটোর দাম কেজিপ্রতি ৭০০ রুপি!

টমেটোর দাম কেজিপ্রতি ৭০০ রুপি!

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫, ২২:০৪

পাকিস্তানে টমেটোর বাজারে চলছে নজিরবিহীন অস্থিরতা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের প্রধান শহরগুলোতে টমেটোর দাম আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে। কোথাও কোথাও এই নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কেজিপ্রতি ৭০০ রুপিতে ঠেকেছে, যা সাধারণ মানুষের জন্য একপ্রকার দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

বিশেষ করে জেলম ও গুজরানওয়ালা শহরে দেখা গেছে সবচেয়ে চরম মূল্যবৃদ্ধি। জেলমে যেখানে আগে প্রতি কেজি টমেটো পাওয়া যেত ১০০ রুপিতে, এখন সেটি বিক্রি হচ্ছে ৭০০ রুপিতে।
গুজরানওয়ালায়ও দাম ৫৭৫ রুপিতে পৌঁছেছে। ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক বন্যা এবং ফসলহানিতে সরবরাহ ভেঙে পড়েছে, যার প্রভাব সরাসরি বাজারে পড়েছে।

ফয়সালাবাদ ও মুলতানেও একই অবস্থা। ফয়সালাবাদে দাম ১৬০ রুপি থেকে বেড়ে হয়েছে ৫০০ রুপি কেজি, আর মুলতানে তা ৪৫০ রুপিতে গিয়ে ঠেকেছে। প্রশাসনের নির্ধারিত মূল্য ১৭০ রুপির ধারেকাছেও নেই বাজারদর। বিক্রেতারা বলছেন, সরকারি মূল্য ‘বাস্তবতাবিবর্জিত’, কারণ পাইকারি বাজারেই দাম অনেক বেশি।

লাহোরে টমেটোর দাম ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে, যেখানে সরকারি নির্ধারিত দাম ১৭৫ রুপি। মুদ্রাস্ফীতির প্রভাবে সবজির পাশাপাশি ডাল ও মাংসের দামেও চাপ বাড়ছে। এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার শুধু দাম ঠিক করে রেখে বসে থাকে, বাজারে তা বাস্তবে দেখা যায় না।”

কোয়েটা ও পেশাওয়ারে টমেটোর দাম ৩০০ থেকে ৪৫০ রুপির মধ্যে উঠানামা করছে। কোয়েটায় অনেক ক্রেতা এখন বাজার থেকে খালি হাতে ফিরছেন। বিক্রেতারা জানান, আগের তুলনায় বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে।
পেশাওয়ারে আবার আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যপথ বন্ধ হওয়ায় টমেটোর ঘাটতি আরও প্রকট হয়েছে। সীমান্ত বাণিজ্য সচল না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা কম।

বিশ্লেষকরা বলছেন, বন্যা, সরবরাহ ব্যাঘাত, সীমান্ত বাণিজ্যের স্থবিরতা এবং মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যর্থতা—সব মিলিয়ে টমেটোর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। তারা সতর্ক করেছেন, যদি সরকার এখনই কার্যকর হস্তক্ষেপ না করে, তাহলে সামনে এই সংকট আরও গভীর হতে পারে।

দেশজুড়ে সাধারণ মানুষ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, মূল্য নিয়ন্ত্রণ কমিটিকে সক্রিয় করতে, বাজার তদারকি বাড়াতে এবং সবজির আমদানি সহজ করতে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুন