২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:৫৪

শিরোনাম আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা Logo গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারও প্রয়োজন: আসিফ নজরুল Logo বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে প্রশংসা আইএমএফের Logo ঢাকার নদীদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত: রিজওয়ানা Logo বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্বের সমাধান আলোচনার মাধ্যমে Logo শীঘ্রই জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী: ফরিদা আখতার Logo হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি, দুর্নীতি করি নি: ধর্ম উপদেষ্টা Logo ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি Logo

তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে নগর বাউল জেমস, ঘর আলো করে এলো পুত্র

তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে নগর বাউল জেমস, ঘর আলো করে এলো পুত্র

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫, ১৮:২২

দেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি নগর বাউল জেমস ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে আমেরিকা প্রবাসী নামিয়া আমিন, যিনি বর্তমানে পরিচিত নামিয়া আনাম হিসেবে। এটি জেমসের তৃতীয় বিয়ে।

জেমস ও নামিয়ার পরিচয় ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, জেমসের একটি আমেরিকা ট্যুর চলাকালে। সেই শোতে প্রথম দেখা, সেখান থেকেই শুরু হয় পরিচয়, যা ধীরে ধীরে গড়ায় গভীর সম্পর্কে। আমেরিকা সফর শেষে জেমস দেশে ফিরে এলেও, হৃদয়ের টানে কিছুদিনের মধ্যেই নামিয়াও বাংলাদেশে চলে আসেন। অবশেষে ২০২৪ সালের ১২ জুন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বর্তমানে এই দম্পতি ঢাকার বনানীতে বসবাস করছেন। আর এরইমধ্যে তাঁদের জীবনে এসেছে এক দারুণ সুখবর। চলতি বছরের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে স্থানীয় সময় রাত ৩টা ৩৫ মিনিটে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান—জিবরান আনাম।

নামিয়া আমিন একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী হিসেবে যুক্তরাষ্ট্রে পরিচিত। তাঁর পিতা নুরুল আমিন ও মাতা নাহিদ আমিন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। সেখানেই বেড়ে উঠেছেন নামিয়া।

এর আগে জেমসের প্রথম স্ত্রী ছিলেন চিত্রনায়িকা রথি, যাঁর ঘরে রয়েছে দুই সন্তান—পুত্র দানিশ ও কন্যা জান্নাত। উভয়েই এখন বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে কর্মব্যস্ততায় সময় পার করছেন। দ্বিতীয় বিয়ে হয়েছিল আমেরিকা প্রবাসী বেনজীর সাজ্জাদের সঙ্গে। তাঁদের একমাত্র কন্যা সন্তান জাহান বর্তমানে মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডালাসে বসবাস করছে। পেশাগত কারণে ও দেশ ছেড়ে না যাওয়ার সিদ্ধান্তে ২০১৪ সালে সমঝোতার ভিত্তিতে আলাদা হন জেমস ও বেনজীর।

জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আশাবাদী জেমস। তাঁর ঘনিষ্ঠজনরা মনে করছেন, পুত্র জিবরানের আগমন জীবনের এই পর্যায়ে জেমসের জন্য এক ‘টানিং পয়েন্ট’ হয়ে উঠতে পারে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জেমস বলেন, “আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, চাই গান গেয়ে যেতে। সবার দোয়া চাই, যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং গানে নিজেকে উজাড় করে দিতে পারি।”

আরও পড়ুন