২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:৫২

শিরোনাম আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা Logo গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারও প্রয়োজন: আসিফ নজরুল Logo বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে প্রশংসা আইএমএফের Logo ঢাকার নদীদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত: রিজওয়ানা Logo বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্বের সমাধান আলোচনার মাধ্যমে Logo শীঘ্রই জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী: ফরিদা আখতার Logo হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি, দুর্নীতি করি নি: ধর্ম উপদেষ্টা Logo ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি Logo

‘বাংলাদেশের জন্য তারেক রহমানের ভিশনারী নেতৃত্বের বিকল্প নেই’

‘বাংলাদেশের জন্য তারেক রহমানের ভিশনারী নেতৃত্বের বিকল্প নেই’

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ২১:৪৮

লন্ডনের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তা ও নীতিকৌশল নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তারেক রহমানের ভিশনারি নেতৃত্বের বিকল্প নেই।”

স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিভার্সিটির এক্সিটার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভার আয়োজন করে অক্সফোর্ড বাংলা সোসাইটি। সভায় অক্সফোর্ড ছাড়াও ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনার বিষয় ছিল, নিউইয়র্ক থেকে প্রকাশিত বই “Tarique Rahman: Politics and Policies of Contemporary Bangladesh”। বইটিতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের চিন্তা, সংস্কার ও নীতিনির্ধারণী দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার পিটার হিপ, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ড. শহিদুল আলম, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, এবং মিডলসেক্স ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ড. মানজিদা আহমেদ, যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ড. শহিদুল আলম বলেন, “তারেক রহমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

স্যার পিটার হিপ বলেন, “বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য রক্ষা ও দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত জরুরি।”

মূল প্রবন্ধে ড. মানজিদা আহমেদ বলেন, “তারেক রহমানের সংস্কারমুখী নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলো। নির্বাসিত জীবনেও তিনি দলের তৃণমূল কর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে দেশের অর্থনীতি ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছেন। তার লক্ষ্য—বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত করা।”

আরও পড়ুন