২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:৫৫

শিরোনাম আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা Logo গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারও প্রয়োজন: আসিফ নজরুল Logo বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে প্রশংসা আইএমএফের Logo ঢাকার নদীদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত: রিজওয়ানা Logo বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্বের সমাধান আলোচনার মাধ্যমে Logo শীঘ্রই জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী: ফরিদা আখতার Logo হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি, দুর্নীতি করি নি: ধর্ম উপদেষ্টা Logo ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি Logo

ভোলায় উচ্ছেদ অভিযানে বিক্ষোভ, পৌরসভার ৩টি গাড়িতে আগুন

ভোলায় উচ্ছেদ অভিযানে বিক্ষোভ, পৌরসভার ৩টি গাড়িতে আগুন

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ২১:৫১

ভোলার নতুন বাজার এলাকায় পৌরসভার জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পৌরসভার তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ট্রাকগুলোর বডি ও ইঞ্জিনের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, “পৌরসভার জমিতে করা অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে কিছু বিক্ষুব্ধ ব্যবসায়ী আমাদের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ভিডিও ফুটেজ দেখে দায়ীদের শনাক্ত করে মামলা করা হবে। অবৈধ দখল উচ্ছেদ অভিযানও অব্যাহত থাকবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর কর্তৃপক্ষ নতুন বাজার চত্বরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশে কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করে সেগুলোর মালামাল ট্রাকে তোলে। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ট্রাকের ওপর থাকা দোকানঘরগুলোতে আগুন ধরিয়ে দেয়। সংঘবদ্ধ চক্রটি আগুন লাগানো গাড়ির কাছাকাছি কাউকে যেতে দেয়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে ততক্ষণে তিনটি ট্রাকই পুড়ে যায়।

ঘটনার পরপরই জেলা প্রশাসক মো. আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে স্থানীয় অনেকের অভিযোগ, “জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার মাত্র কয়েক মিটার দূরে এমন অগ্নিসংযোগের ঘটনা দুঃখজনক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়।”

ভোলা সদর মডেল থানার ওসি মো. হাচনাইন পারভেজ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে পৌরসভার উচ্ছেদ অভিযানের বিষয়ে পুলিশকে আগে থেকে জানানো হয়নি।”

আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি গাড়িই পৌরসভার ময়লা ও মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে।

আরও পড়ুন