২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:৫৪

শিরোনাম আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা Logo গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারও প্রয়োজন: আসিফ নজরুল Logo বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে প্রশংসা আইএমএফের Logo ঢাকার নদীদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত: রিজওয়ানা Logo বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্বের সমাধান আলোচনার মাধ্যমে Logo শীঘ্রই জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী: ফরিদা আখতার Logo হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি, দুর্নীতি করি নি: ধর্ম উপদেষ্টা Logo ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি Logo

র‌্যাফেলস হাসপাতালে পুরুষ দর্শনার্থীকে যৌন নিপীড়ন, ভারতীয় নার্সের কারাদণ্ড

র‌্যাফেলস হাসপাতালে পুরুষ দর্শনার্থীকে যৌন নিপীড়ন, ভারতীয় নার্সের কারাদণ্ড

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ২১:২০

সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে এক পুরুষ দর্শনার্থীকে “জীবাণুমুক্তকরণের” নামে যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় প্রবাসী এক নার্সকে এক বছর দুই মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। পাশাপাশি অভিযুক্তকে দু’বার বেত্রাঘাতেরও নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সিঙ্গাপুরের আদালত এ রায় ঘোষণা করেন। দেশটির শীর্ষ ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত নার্সের নাম এলিপে সিভা নাগু (৩৪)।

আদালতের নথি অনুযায়ী, গত ১৮ জুন সিঙ্গাপুরের নর্থ ব্রিজ রোডে অবস্থিত র‌্যাফেলস হাসপাতালে এ ঘটনা ঘটে। সেদিন এক পুরুষ দর্শনার্থী তার দাদাকে দেখতে হাসপাতালে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি রোগীর ওয়ার্ডের টয়লেটে প্রবেশ করলে নার্স এলিপে সেখানে উঁকি দেন এবং কিছুক্ষণ পর ভেতরে ঢুকে পড়েন।

নার্স এলিপে ভুক্তভোগীকে বলেন, তিনি তাকে “জীবাণুমুক্ত” করতে চান। এরপর হাতে সাবান নিয়ে তার গোপনাঙ্গ স্পর্শ করেন ও অশালীন আচরণ করেন। আকস্মিক ঘটনায় হতভম্ব দর্শনার্থী কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেননি। পরে তিনি কাঁপতে কাঁপতে দাদার বিছানার পাশে ফিরে যান।

তিন দিন পর, ২১ জুন তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। দুই দিন পরই নার্স এলিপে সিভা নাগুকে গ্রেপ্তার করা হয় এবং পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি ইউজিন ফুয়া বলেন,

“একজন স্বাস্থ্যকর্মীর কাছ থেকে এই ধরনের আচরণ গুরুতর বিশ্বাসভঙ্গের শামিল। রোগী বা দর্শনার্থীর শরীর স্পর্শ করার অধিকার তার ছিল না।”

ঘটনার পর থেকে ভুক্তভোগী গভীর মানসিক ট্রমায় ভুগছেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আদালতে দোষ স্বীকার করেছেন এলিপে। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এক বছর দুই মাসের কারাদণ্ড ও দু’বার বেত্রাঘাতের রায় ঘোষণা করেন।

আরও পড়ুন