২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:৫২

শিরোনাম আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা Logo গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারও প্রয়োজন: আসিফ নজরুল Logo বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে প্রশংসা আইএমএফের Logo ঢাকার নদীদূষণ নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প চূড়ান্ত: রিজওয়ানা Logo বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্বের সমাধান আলোচনার মাধ্যমে Logo শীঘ্রই জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী: ফরিদা আখতার Logo হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি, দুর্নীতি করি নি: ধর্ম উপদেষ্টা Logo ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি Logo

নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক

নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ২০:৪৫

তুরস্ক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন পরীক্ষা চালিয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রকেটসান (ROKETSAN) এই পরীক্ষাটি পরিচালনা করে।

তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এনসোশ্যাল’-এ পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেন। তিনি লিখেন,

“এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত... এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা।”

গোরগুন আরও বলেন, “সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে এবং নির্ভুল লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। রকেটসান ও এই প্রকল্পে অবদান রাখা সবাইকে ধন্যবাদ।”

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘তাইফুন’-এর সফল পরীক্ষা চালিয়েছিল। এরপর গত জুলাইয়ে রকেটসানের প্রধান মুরাত ইকিনচি ঘোষণা দেন যে, ‘তাইফুন ব্লক–৪’ নামের উন্নত সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণও খুব শিগগির শুরু হবে।

তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক পরীক্ষা দেশটির স্বাধীন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক প্রতিরক্ষা শিল্পে নতুন মাত্রা যোগ করবে।

আরও পড়ুন