০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০১:০১

শিরোনাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারিতেই ভোট: নির্বাচন কমিশনার Logo হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের পাহারা দিচ্ছি: অ্যাটর্নি জেনারেল Logo পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার Logo চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা Logo গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল Logo

কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ১৬:১২

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক মতবিরোধ থাকবেই, তবে কোনো ধরনের উত্তাপ বা অস্থিরতা আগামী নির্বাচনকে ঠেকাতে পারবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ‘মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন।

শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবেই। একেক পার্টি এক কথা বলবে, এটাই স্বাভাবিক। সারা বিশ্বেই এমনটা দেখা যায়। তবে সিদ্ধান্ত যা-ই হোক না কেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। একে ঠেকানোর মতো কোনো শক্তি নেই।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা দেশের মানুষের কল্যাণ, গণতন্ত্রের স্বার্থ এবং সব দলের মঙ্গলের জন্যই কাজ করছেন। ইতোমধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা করেছে এবং তাতে স্বাক্ষরও সম্পন্ন হয়েছে।”

প্রেস সচিব জানান, এর আগে বেশ কিছু কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং চলমান ট্রায়ালগুলোর অগ্রগতি নিয়েও সরকার কাজ করছে। “আগামী ১৮ নভেম্বর শেখ হাসিনার ট্রায়ালের বিষয়ে আদালত তারিখ ঘোষণা করতে পারে,” যোগ করেন তিনি।

আরও পড়ুন