৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১২:৪১

শিরোনাম রাজধানীর বাজারে কমেছে সবজি ও মুরগির দাম  Logo আগামীকাল উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন নিষিদ্ধসহ ১২ নির্দেশনা Logo তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন Logo সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo

টানা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

টানা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ২৩:২৯

টানা চার দফা কমার পর অবশেষে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছে ৮ হাজার ৯০০ টাকা। নতুন এ দর অনুযায়ী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়।

বুধবার (২৯ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্য তালিকা ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম হবে ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৬২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।

এর আগে বুধবার বাজারে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়, যা ছিল আগের দিনের তুলনায় কম। টানা চার দফা দামের পতনের পর এবার দাম বাড়ানোর ঘোষণা এলো।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এ দাম কার্যকর থাকবে দেশের সব জুয়েলারি দোকানে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে সামান্য তারতম্য হতে পারে বলেও জানানো হয়েছে।

এর আগে ২৮ অক্টোবর বাজুস ভরিপ্রতি ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।

তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৭১ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস—যার মধ্যে ৪৯ বার বেড়েছে, আর ২২ বার কমেছে।

অন্যদিকে, স্বর্ণের দামের ওঠানামার মাঝেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।

আরও পড়ুন