৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১৮:৩১

শিরোনাম চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা Logo গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল Logo ৭ দাবি না মানলে কাল থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি Logo শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে শত কোটি টাকার অর্থপাচারের মামলা Logo কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব Logo শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ Logo

নেত্রকোনায় ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

নেত্রকোনায় ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৫৩

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বালুভর্তি একটি বিকল ট্রাক মহাসড়কটির ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী যাত্রীবাহী অটোরিকশাটি দ্রুত গতিতে এসে পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

নিহতরা হলেন ময়মনসিংহের আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোনা সদরের শহীদ মিয়া (৪২)। দুর্ঘটনায় আহতদের মধ্যে নিহত শহীদ মিয়ার স্ত্রীও রয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আরও পড়ুন