০১ নভেম্বর ২০২৫, শনিবার, ০১:০৭

শিরোনাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারিতেই ভোট: নির্বাচন কমিশনার Logo হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের পাহারা দিচ্ছি: অ্যাটর্নি জেনারেল Logo পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার Logo চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা Logo গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল Logo

রাঙামাটিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিক গ্রেফতার

রাঙামাটিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিক গ্রেফতার

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ১৬:৪২

রাঙামাটিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকা থেকে অভিযুক্ত সালাউদ্দিনকে আটক করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। 

গ্রেফতার সালাউদ্দিন রাঙামাটি শহরের কসমস আবাসিক হোটেল ও মায়ের দোয়া নার্সারির মালিক। 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, সালাউদ্দিনের বিরুদ্ধে এক তরুণীকে ডেকে নিয়ে নিজ ঘরের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী সরাসরি থানায় এসে লিখিত অভিযোগ দিলে রাতেই তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সালাউদ্দিন ওই তরুণীকে তার বাসায় ডেকে নেন। পরে বিকাল পর্যন্ত একটি কক্ষে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিকালে সেখান থেকে বেরিয়ে এসে ভুক্তভোগী সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

জানা গেছে, সালাউদ্দিন এর আগে চলতি বছরের জুলাইয়ে একই ধরনের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। তখন চাকরির প্রলোভনে আরেক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে আটক করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান। 

আরও পড়ুন