সিলেটে বাসার ছাদে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ২০:৪৪
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নিজ বাসার ছাদ থেকে আবদুর রাজ্জাক (৬০) নামে আওয়ামী লীগের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
নিহত আবদুর রাজ্জাক ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফজরের নামাজ পড়ে ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। পরে সকাল ৯টার দিকে পরিবার তার কোনো সাড়া না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।”
তিনি আরও জানান, ঘটনার সময় বাসায় কারা উপস্থিত ছিলেন তা যাচাই করতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বাসার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বা রাজনৈতিক কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- ১ ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল শিক্ষার্থীরা
- ২ ‘ক্ষমতার নয়, ব্যবস্থার পরিবর্তন চাই’: সিপিবির জনসভায় নেতারা
- ৩ বাংলাদেশের সমর্থকদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে হতাশ ড্যারেন স্যামি
- ৪ ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ফেব্রুয়ারিতেই ভোট: নির্বাচন কমিশনার
- ৫ নিউইয়র্কে ভোটের লড়াই: মামদানির জনসমর্থন বনাম কুমোর শতকোটিপতির অর্থ
- ৬ ৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- ৭ টি-টোয়েন্টিতে রানের নতুন রাজা বাবর আজম, টপকে গেলেন রোহিতকে
- ৮ মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ৫
- ১ ২২ দিন পর নদীতে জেলেরা, ইলিশ কম পেলেও মিলছে অন্য মাছ
- ২ ডলারের দাপটে কমছে সোনার দাম, আউন্সপ্রতি ৪ হাজার ডলারের নিচে
- ৩ ‘এটা বাংলাদেশ নয়’! পর্তুগালে বর্ণবাদী বিলবোর্ডে তোলপাড়, ক্ষুব্ধ প্রবাসীরা
- ৪ ঢাবি ২০২৫-২৬ ভর্তি আবেদন শুরু
- ৫ ১০ লাখ টাকার চেক ফেরত দিচ্ছেন বিএনপি নেতা কামরুল
- ৬ দিনাজপুরে চাকরির পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, ডিভাইসসহ যুবক আটক
- ৭ ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
- ৮ চূড়ান্ত নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, ৫ ব্যাংক একীভূতকরণের কাজ শুরু
- ৯ বন্ধ হচ্ছে আনঅফিসিয়াল মোবাইল সেট
- ১০ ইমাম মুহিবুল্লাহর নিখোঁজ রহস্যভেদ: পুলিশ বলছে অপহরণ হয়নি
