৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ০৬:৪৮

শিরোনাম সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo ঐক্যমত না হলে নির্বাচন অনিশ্চিত হতে পারে: মজিবুর রহমান মঞ্জু Logo ইউনেস্কোর সভাপতির দায়িত্ব পালন শুরু করলো বাংলাদেশ Logo ‘শাপলা কলি’ প্রতীক কারও চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব Logo

ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি

ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ০১:৩৪

 

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যেই নির্বাচন কমিশন (ইসি) সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভা শেষে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখের সাথে যেন এসএসসি বা এইচএসসি পরীক্ষার সময়সূচি মিলে না যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সভায় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠান ও সেগুলোর যাতায়াত ব্যবস্থা দ্রুত সংস্কার করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া, নিরপেক্ষ প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্যানেল তৈরি, দুর্গম এলাকায় হেলিকপ্টার ল্যান্ডিং সুবিধা নিশ্চিত করা এবং ভোটের দিন উপজেলা পর্যায়ে মেডিকেল টিম প্রস্তুত রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়।

ইসি সচিব আরও জানান, বিদেশি পর্যবেক্ষকদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং ঋণখেলাপিদের হালনাগাদ তথ্য প্রদানে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।

 

আরও পড়ুন