৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ০৬:৪৫

শিরোনাম সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo ঐক্যমত না হলে নির্বাচন অনিশ্চিত হতে পারে: মজিবুর রহমান মঞ্জু Logo ইউনেস্কোর সভাপতির দায়িত্ব পালন শুরু করলো বাংলাদেশ Logo ‘শাপলা কলি’ প্রতীক কারও চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব Logo

ইউনেস্কোর সভাপতির দায়িত্ব পালন শুরু করলো বাংলাদেশ

ইউনেস্কোর সভাপতির দায়িত্ব পালন শুরু করলো বাংলাদেশ

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ২২:২৫

বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা ইউনেস্কোর সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তিনি সভাপতির দায়িত্ব পালন শুরু করেন এবং উদ্বোধনী বক্তব্য রাখেন।

অক্টোবরের শুরুর দিকে অনুষ্ঠিত নির্বাচনে জাপানের প্রার্থীকে পরাজিত করে তালহা এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন। ইউনেস্কোর ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন—যা দেশের জন্য এক গৌরবময় অধ্যায় সৃষ্টি করেছে।

বক্তৃতায় খন্দকার মোহাম্মদ তালহা বলেন, বর্তমান বিশ্বে সাংস্কৃতিক বৈচিত্র্যকে কখনও কখনও সমাজে বিভাজন তৈরির অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগতি মানবজাতির অস্তিত্বের জন্যও ঝুঁকি তৈরি করছে। তিনি বিশ্ব সম্প্রদায়কে মানব মর্যাদা, নৈতিকতা ও দায়িত্বশীলতার মূল্যবোধ বজায় রেখে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রদূত তালহা সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানোটেকনোলজি ও নিউরোসায়েন্সের অনিয়ন্ত্রিত ব্যবহার মানবজাতির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলতে পারে। তিনি উল্লেখ করেন, ৮০ বছর পরও ইউনেস্কোর মূল দৃষ্টিভঙ্গি আজও প্রাসঙ্গিক, তবে ২০২৫ সালের বিশ্ব নতুন ও জটিল চ্যালেঞ্জের সম্মুখীন হবে।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে এই নির্বাচনে বাংলাদেশের সাফল্যকে “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত তালহাকে অভিনন্দন জানান। একই সঙ্গে অধিবেশনের প্রাক্তন সভাপতি রাষ্ট্রদূত সিমোনাও বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তালহার অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশ্ব সম্প্রদায়ের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার মোহাম্মদ তালহা, যেখানে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মিরজিয়োয়েভ, সার্বিয়ার রাষ্ট্রপতি আলেক্সান্দার ভুসিক এবং স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেল্লেগ্রিনি।

আরও পড়ুন