৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ০৬:৩৮

শিরোনাম সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo ঐক্যমত না হলে নির্বাচন অনিশ্চিত হতে পারে: মজিবুর রহমান মঞ্জু Logo ইউনেস্কোর সভাপতির দায়িত্ব পালন শুরু করলো বাংলাদেশ Logo ‘শাপলা কলি’ প্রতীক কারও চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব Logo

গাজা নিয়ে জার্মানির নীরবতায় ক্ষুব্ধ এরদোগান

গাজা নিয়ে জার্মানির নীরবতায় ক্ষুব্ধ এরদোগান

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ০১:৩৮

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গাজায় ইসরায়েলের চালানো "গণহত্যা" ও "দুর্ভিক্ষ" দেখেও না দেখার ভান করার জন্য জার্মানির তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার আঙ্কারায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

এরদোগান বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল গত কয়েকদিনে গাজায় নতুন করে হামলা চালিয়েছে, যা শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তিনি উল্লেখ করেন, এই হামলায় মঙ্গলবার থেকে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৬ জনই শিশু।

তুরস্কের প্রেসিডেন্ট প্রশ্ন তুলে বলেন, "জার্মানি কি এসব দেখছে না?" তিনি দাবি করেন, ইসরায়েল পারমাণবিক ও অন্যান্য অস্ত্র দিয়ে গাজায় হুমকি দিচ্ছে, অথচ হামাসের কাছে এসব অস্ত্র নেই।

গাজার এই হত্যাযজ্ঞ ও দুর্ভিক্ষ বন্ধ করাকে মানবিক দায়িত্ব উল্লেখ করে এরদোগান বলেন, তুরস্ক ও জার্মানি দুটি প্রভাবশালী দেশ এবং তারা চাইলে একযোগে গাজায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি উভয় দেশের দাতব্য সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।

 

আরও পড়ুন