৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১২:৩১

শিরোনাম আগামীকাল উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন নিষিদ্ধসহ ১২ নির্দেশনা Logo তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন Logo সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo ঐক্যমত না হলে নির্বাচন অনিশ্চিত হতে পারে: মজিবুর রহমান মঞ্জু Logo

তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান

তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ২০:২৪

তুরস্কের অনুরোধে পাকিস্তান ও আফগানিস্তান আবারও বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে। এর আগে টানা চারদিন চলা আলোচনায় কোনো সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর পাকিস্তান আফগানিস্তানকে বিভিন্ন হুমকি জানিয়েছিল। এরপর তুরস্ক দুই দেশকে পুনরায় বৈঠকে বসার আহ্বান জানায়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান প্রথমে তাদের প্রতিনিধিদের তুরস্ক থেকে ফিরিয়ে আনার কথা বললেও এখন তারা ইস্তান্বুলেই অবস্থান করবে। নাম গোপন রাখার শর্তে এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, “পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে আফগানিস্তানের মাটি যেন ব্যবহার না হয় সেজন্য আমরা আমাদের অবস্থান পুনরায় জানাচ্ছি। তুরস্কের উদ্যোগকে স্বাগত জানাই। আমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

আফগান সংবাদমাধ্যমও জানিয়েছে, তুরস্কের অনুরোধ এবং কাতারের মধ্যস্থতায় আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে আলোচনায় আবারও রাজি হয়েছে। গত ৯ অক্টোবর কাবুলে বিমান হামলার ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এরপর সীমান্তে হামলা-পাল্টা হামলায় দুই দেশেই বহু মানুষ আহত ও নিহত হন। এই হত্যাযজ্ঞ থামাতে কাতার এবং তুরস্ক প্রথমে যুদ্ধবিরতি করিয়ে এবং পরে আলোচনায় বসিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে।

তবে গত বৈঠক চারদিন ধরে চললেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। পাকিস্তান আফগান তালেবানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছে এবং অভিযোগ করেছে, আফগান সীমান্তে তেহরিক-ই-তালিবান কার্যক্রম চালাচ্ছে যা পাকিস্তানে হামলার দিকে নিয়ে যাচ্ছে। আফগানিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন