৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১৮:২৫

শিরোনাম ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা Logo গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল Logo ৭ দাবি না মানলে কাল থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি Logo শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে শত কোটি টাকার অর্থপাচারের মামলা Logo কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব Logo শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ Logo আইএসপি খাতে ‘ভয়ংকর সাইবার ষড়যন্ত্র’: বিশেষ সহকারীর সতর্কতা Logo

নোয়াখালীতে জাল টাকাসহ কৃষক দল নেতা আটক

নোয়াখালীতে জাল টাকাসহ কৃষক দল নেতা আটক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৪৩

নোয়াখালীর সুবর্ণচরে ২৪ হাজার টাকার জাল নোটসহ কৃষক দলের এক স্থানীয় নেতাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মো. নুর আলম (৩৫)। বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজারের দোকানিরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুর আলম একটি মুদিদোকান থেকে কিছু পণ্য কিনে এক হাজার টাকার একটি নোট দেন। দোকানদারের সন্দেহ হলে তিনি নোটটি পরীক্ষা করে দেখেন এটি জাল। ততক্ষণে নুর আলম দ্রুত চলে যান। পরে ওই দোকানদার আশপাশের ব্যবসায়ীদের জানালে, তারা সবাই মিলে বাজার থেকে নুর আলমকে ধাওয়া করে আটক করেন।

আটকের পর নুর আলম জাল নোট দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং তার কাছ থেকে আরও ২৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। নুর আলম সদর উপজেলার পূর্ব চর মটুয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বলে স্থানীয় বিএনপি নেতারা নিশ্চিত করেছেন।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক নুর আলমকে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হবে। পুলিশ এই জাল নোট চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে, তা খতিয়ে দেখছে।

 

আরও পড়ুন