৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ০৬:৪৬

শিরোনাম সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo ঐক্যমত না হলে নির্বাচন অনিশ্চিত হতে পারে: মজিবুর রহমান মঞ্জু Logo ইউনেস্কোর সভাপতির দায়িত্ব পালন শুরু করলো বাংলাদেশ Logo ‘শাপলা কলি’ প্রতীক কারও চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব Logo

সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯

সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ০১:৪২

সারা দেশে এক সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, গত ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই অভিযান চলে। আটককৃতদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তিরা রয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৬ রাউন্ড গোলাবারুদ, সাড়ে চার কেজির বেশি বিস্ফোরক, দেশি-বিদেশি মাদকদ্রব্য এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া চোরাই প্রাইভেট কার ও মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন