৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ০৬:৪৯

শিরোনাম সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo ঐক্যমত না হলে নির্বাচন অনিশ্চিত হতে পারে: মজিবুর রহমান মঞ্জু Logo ইউনেস্কোর সভাপতির দায়িত্ব পালন শুরু করলো বাংলাদেশ Logo ‘শাপলা কলি’ প্রতীক কারও চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব Logo

দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা

দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ২৩:৩৫

উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নতুন আইন অনুযায়ী, কেবল পরিবারের সদস্য নয়, ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত অন্য ব্যক্তিরাও নিঃস্বার্থভাবে কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারবেন।

উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানান।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, “বর্তমান আইনে কেবল পরিবারের সদস্যরা অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারতেন। এতে অনেকেই বিদেশে যেতে হতো বা অনৈতিকভাবে টাকা-পয়সা দিয়ে অন্য কারও কাছ থেকে অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করার চেষ্টা করতেন। নতুন অধ্যাদেশে আমরা পরিবার ছাড়াও যাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাদের নিঃস্বার্থ অঙ্গপ্রত্যঙ্গ দানের সুযোগ রেখেছি। এটি আইনগতভাবে বৈধ হবে।”

তিনি আরও জানান, “এতে বিদেশে যাওয়া রোগীদের দেশেই ট্রান্সপ্লান্ট করার সুযোগ সৃষ্টি হবে। ব্যয়বহুল চিকিৎসায় সাশ্রয় হবে এবং রোগীদের ভোগান্তি কমবে।”

আসিফ নজরুল আরও জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট শাসক ও গণহত্যার দায়ে বিচারাধীন ব্যক্তির বাসভবনকে জুলাই জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি জাতীয় জাদুঘরের শাখা হবে না; সম্পূর্ণ স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।”

আরও পড়ুন