৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১৮:৩৪

শিরোনাম চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও পাঁচ শতাধিক রোগী Logo বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা Logo গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি আনোয়ারুল Logo ৭ দাবি না মানলে কাল থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি Logo শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে শত কোটি টাকার অর্থপাচারের মামলা Logo কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব Logo শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ Logo

ডিসেম্বরে দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ নারী দল

ডিসেম্বরে দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ নারী দল

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫, ১২:১৯

আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী মধ্য ডিসেম্বর ভারতে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে। ইতোমধ্যে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সূচি চূড়ান্ত করার আলোচনা চলছে।

সম্ভাবনা রয়েছে- সিরিজের ম্যাচগুলো কলকাতা ও কটকে আয়োজন করা হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র।

ক্রিকবাজকে বিসিবির একজন কর্মকর্তা জানান, প্রস্তাবিত খসড়া অনুযায়ী আমরা ১৪ বা ১৫ ডিসেম্বর সফরে যেতে পারি। 

এদিকে সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপে বাংলাদেশ টিম সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়ে আট দলের মধ্যে সপ্তম স্থান অর্জন করে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। টুর্নামেন্ট শেষে ২৮ অক্টোবর দেশে ফেরেন ক্রিকেটাররা এবং বর্তমানে তারা সংক্ষিপ্ত বিশ্রামে আছেন।

রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে ভারতীয় পুরুষ দলের সম্ভাব্য সফর স্থগিত থাকলেও, নারী দলের সিরিজটি হচ্ছে ভারতের মাটিতে। ডিসেম্বরেই নিগার সুলতানার নেতৃত্বে দলটি দেশটিতে সফর করবে।
 

আরও পড়ুন