৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ০৬:৩৮

শিরোনাম সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo ঐক্যমত না হলে নির্বাচন অনিশ্চিত হতে পারে: মজিবুর রহমান মঞ্জু Logo ইউনেস্কোর সভাপতির দায়িত্ব পালন শুরু করলো বাংলাদেশ Logo ‘শাপলা কলি’ প্রতীক কারও চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব Logo

কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর করবে পাকিস্তান

কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর করবে পাকিস্তান

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ২১:৩২

পাকিস্তান প্রশাসন জম্মু ও কাশ্মীরের মিরপুর এলাকায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে। প্রবাসী ও স্থানীয় জনগণের জন্য আধুনিক বিমান যোগাযোগের সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে এই অবকাঠামোগত উদ্যোগ।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, চলতি অর্থবছরের মধ্যেই বিমানবন্দর নির্মাণকাজ শুরু হবে। নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে পুরো আজাদ জম্মু ও কাশ্মীর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, বিমানবন্দর নির্মাণের জন্য প্রযুক্তিগত যাচাই, সম্ভাব্যতা সমীক্ষা ও উপযুক্ত স্থান নির্ধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে প্রাথমিক মূল্যায়ন ও সমীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, সমীক্ষা ও নকশার অনুমোদন সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মিরপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এরপর পূর্ণমাত্রায় নির্মাণকাজ শুরু হবে, যা দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পকে বাস্তবে রূপ দেবে।

নতুন বিমানবন্দরটি নির্মিত হলে আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণ, বিশেষ করে বিদেশে বসবাসরত প্রবাসী পাকিস্তানিদের যাতায়াত অনেক সহজ হবে। এতে ইসলামাবাদসহ দূরবর্তী বিমানবন্দরের ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমবে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির মুখপাত্র জানান, “আমরা ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছি। ২০২৫ সালের শেষ নাগাদ সব প্রযুক্তিগত যাচাই ও অনুমোদন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।”

আরও পড়ুন