০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫১

শিরোনাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ Logo ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি Logo ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডারে নিয়োগে হাইকোর্টের রায় Logo সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,০৩৪ Logo গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন Logo জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন Logo ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন Logo

নারায়ণগঞ্জের ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নারায়ণগঞ্জের ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৫, ২২:০১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার ৪টি আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন।

ঘোষিত প্রার্থী অনুযায়ী:

  • নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ): মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া (জাতীয় নির্বাহী কমিটির সদস্য)

  • নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার): নজরুল ইসলাম আজাদ (ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক)

  • নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ): আজহরুল ইসলাম মান্নান (জাতীয় নির্বাহী কমিটির সদস্য)

  • নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর): মাসুদুজ্জামান মাসুদ (সদ্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য পদপ্রাপ্ত)

তবে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এখনও কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। বিএনপির মহাসচিবের বক্তব্য অনুযায়ী, এই আসনে জোটের প্রার্থীকে ছাড় দেওয়া হতে পারে।

বিএনপি নেতারা জানিয়েছেন, ঘোষিত প্রার্থীদের মধ্যে জেলার গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ নেতা-কর্মীরা রয়েছেন। মনোনয়ন তালিকা প্রকাশের পর জেলার বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ও মোস্তাফিজুর ভূঁইয়া দিপু; নারায়ণগঞ্জ-২ আসনে সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খাঁন আঙ্গুর ও কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন; নারায়ণগঞ্জ-৩ আসনে জেলা আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম এবং যুব উন্নয়নের সাবেক মহাপরিচালক এসএম ওলিউর রহমান আপেল; নারায়ণগঞ্জ-৫ আসনে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আবুল কালামসহ বেশ কয়েকজন স্থানীয় ও প্রবাসী নেতা রয়েছেন।

বিএনপি আশা করছে, ঘোষিত প্রার্থীরা জেলার বিভিন্ন এলাকায় সমর্থকদের মাঝে শক্তিশালী প্রার্থীতা প্রতিষ্ঠা করবেন এবং নির্বাচনে দলের শক্তি বৃদ্ধি করবেন।

আরও পড়ুন