০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৪৭

শিরোনাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ Logo ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি Logo ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডারে নিয়োগে হাইকোর্টের রায় Logo সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,০৩৪ Logo গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন Logo জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন Logo ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন Logo

সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা

সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ২০:০৮

পুলিশের হেডকোয়ার্টার্স থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে অর্থ দাবি করছে। পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, আইডিতে কোনো বিশিষ্ট ব্যক্তির ছবি থাকলেই তার নম্বর ঐ ব্যক্তির বলে ধরা যাবে না।

পুলিশ সকলের প্রতি আহ্বান জানিয়েছে, এমন মেসেজে কোনোভাবেই সাড়া দেওয়া যাবে না। এছাড়া, যারা এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন