০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫০

শিরোনাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ Logo ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি Logo ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডারে নিয়োগে হাইকোর্টের রায় Logo সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,০৩৪ Logo গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন Logo জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন Logo ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন Logo

মুক্তিযোদ্ধা পরিচয় ভুয়া দাবি: নাচোলের ইউএনও-র ডিএনএ পরীক্ষা করবে দুদক

মুক্তিযোদ্ধা পরিচয় ভুয়া দাবি: নাচোলের ইউএনও-র ডিএনএ পরীক্ষা করবে দুদক

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫, ১৭:৪৫

নাচোল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন সম্পর্কে অভিযোগ উঠেছে, তিনি মুক্তিযোদ্ধা কোটায় সুবিধা পেতে নিজের চাচাকে পিতা হিসেবে পরিচয় দিয়ে বিসিএসে চাকরি নিয়েছেন। এ অভিযোগের তদন্তে ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, মামলার এজাহারে বলা হয়েছে, কামাল হোসেন ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সময় নিজের জন্মদাতা পিতা-মাতার নামের পরিবর্তে চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা হিসেবে উল্লেখ করেছেন। এর মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি চাকরি ও অন্যান্য সুবিধা ভোগ করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

দুদকের অনুমোদন অনুযায়ী, কামাল হোসেন, তার জন্মদাতা পিতা-মাতা ও চাচা-চাচি সহ সবাইকে ডিএনএ পরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করা হবে। আদালতের অনুমতি সাপেক্ষে শিগগিরই পরীক্ষা সম্পন্ন করা হবে।

বর্তমানে কামাল হোসেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মাগুরা ও নওগাঁ জেলার বিভিন্ন প্রশাসনিক পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন