০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫০

শিরোনাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ Logo ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি Logo ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডারে নিয়োগে হাইকোর্টের রায় Logo সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,০৩৪ Logo গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন Logo জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন Logo ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন Logo

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ১৬:১৮

আগামী বছরের (২০২৬) সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মোট ছুটি নির্ধারণ করা হয়েছে ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন—শুক্রবার ও শনিবারে। ফলে মূল কার্যকর ছুটি থাকবে ১৭ দিন।

বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস সচিব জানান, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা নির্বাহী আদেশে ও সাধারণ ছুটি—দুটি অংশে বিভক্ত থাকবে। সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আধা সরকারি দপ্তরগুলোতে এই তালিকা অনুযায়ী ছুটি কার্যকর হবে।

এছাড়া ধর্মীয় অনুষ্ঠান ও জাতীয় দিবস অনুযায়ী কিছু ঐচ্ছিক ছুটি আগের মতোই বহাল থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন