৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি
প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ২২:৩৪
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি নিষ্পত্তির জন্য ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নির্বাচন কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৬৬টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এর আগে ২০২৩ সালে কাজী হাবিবুল আউয়াল কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৯৬টি পর্যবেক্ষক সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল। তবে ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর গঠিত এএমএম নাসির উদ্দিন কমিশন পুরনো নীতিমালা বাতিল করে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ প্রণয়ন করে এবং নতুন করে নিবন্ধনের আহ্বান জানায়।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের কমিশনের সময়ে নিবন্ধিত ৯৬টি সংস্থার অনুমোদন নতুন নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালার আলোকে যোগ্য বেসরকারি সংস্থাগুলোকে নির্ধারিত আবেদন ফরমে পুনরায় আবেদন করতে বলা হয়।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ও সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে আবেদন ফরম (EO-1) সংগ্রহ করা যাবে বলে জানানো হয়।
উল্লেখ্য, দেশে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রথা চালু হয়। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং প্রায় ১ লাখ ৬০ হাজার পর্যবেক্ষক নির্বাচনী মাঠে ছিলেন।
পরবর্তী নির্বাচনে সংস্থার সংখ্যা ও পর্যবেক্ষকের সংখ্যা ক্রমান্বয়ে কমেছে।
২০১৪ সালের দশম সংসদ নির্বাচন: ৩৫টি সংস্থা, ৮ হাজার ৮৭৪ পর্যবেক্ষক
২০১৮ সালের একাদশ নির্বাচন: ৮১টি সংস্থা, ২৫ হাজার ৯০০ পর্যবেক্ষক
২০২৪ সালের দ্বাদশ নির্বাচন: ৮০টি সংস্থা, ২০ হাজার ২৫৬ পর্যবেক্ষক
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে “যোগ্য, নিরপেক্ষ ও পেশাদার পর্যবেক্ষক সংস্থা” মাঠে থাকতে পারে, সে লক্ষ্যেই নতুন নীতিমালা তৈরি করা হয়েছে।
আরও পড়ুন
- ১ বাংলাদেশের টেকসই ভবিষ্যতের পথে আকিজের ইলেকট্রিক বিপ্লব
- ২ মির্জা ফখরুলকে জামায়াতের নায়েবে আমীরের কল
- ৩ পাকিস্তান সব সময় বন্ধুর মতো পাশে থাকে: ইরান
- ৪ চাঁদপুরে আলুচাষিরা মারাত্মক আর্থিক সংকটে
- ৫ অ্যাশেজ সিরিজ: বার্মি আর্মির লক্ষ্য এবার স্টিভ স্মিথ
- ৬ সুড়ঙ্গের ভেতর আটকে আছেন কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধা
- ৭ জকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ
- ৮ এনসিপি নেতার আঙ্গুল কেটে নিল সন্ত্রাসীরা
- ১ ঢাকায় হঠাৎ মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
- ২ ২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৩ নারায়ণগঞ্জের ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৪ মুক্তিযোদ্ধা পরিচয় ভুয়া দাবি: নাচোলের ইউএনও-র ডিএনএ পরীক্ষা করবে দুদক
- ৫ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
- ৬ চার জেলায় আতঙ্ক ‘কাকন বাহিনী’
- ৭ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
- ৮ নারী বিশ্বকাপ ফাইনাল: শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা
- ৯ দেশে পাঙাশ মাছের সবচেয়ে বড় আড়ত এখন গাবতলীতে
- ১০ কোহলিকেও টপকে গেলেন বাবর, সিরিজ জিতল পাকিস্তান
