০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫০

শিরোনাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ Logo ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি Logo ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডারে নিয়োগে হাইকোর্টের রায় Logo সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,০৩৪ Logo গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন Logo জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন Logo ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন Logo

৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি

৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ২২:৩৪

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি নিষ্পত্তির জন্য ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৬৬টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এর আগে ২০২৩ সালে কাজী হাবিবুল আউয়াল কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৯৬টি পর্যবেক্ষক সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল। তবে ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর গঠিত এএমএম নাসির উদ্দিন কমিশন পুরনো নীতিমালা বাতিল করে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ প্রণয়ন করে এবং নতুন করে নিবন্ধনের আহ্বান জানায়।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের কমিশনের সময়ে নিবন্ধিত ৯৬টি সংস্থার অনুমোদন নতুন নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালার আলোকে যোগ্য বেসরকারি সংস্থাগুলোকে নির্ধারিত আবেদন ফরমে পুনরায় আবেদন করতে বলা হয়।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ও সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে আবেদন ফরম (EO-1) সংগ্রহ করা যাবে বলে জানানো হয়।

উল্লেখ্য, দেশে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রথা চালু হয়। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং প্রায় ১ লাখ ৬০ হাজার পর্যবেক্ষক নির্বাচনী মাঠে ছিলেন।

পরবর্তী নির্বাচনে সংস্থার সংখ্যা ও পর্যবেক্ষকের সংখ্যা ক্রমান্বয়ে কমেছে।

২০১৪ সালের দশম সংসদ নির্বাচন: ৩৫টি সংস্থা, ৮ হাজার ৮৭৪ পর্যবেক্ষক

২০১৮ সালের একাদশ নির্বাচন: ৮১টি সংস্থা, ২৫ হাজার ৯০০ পর্যবেক্ষক

২০২৪ সালের দ্বাদশ নির্বাচন: ৮০টি সংস্থা, ২০ হাজার ২৫৬ পর্যবেক্ষক

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে “যোগ্য, নিরপেক্ষ ও পেশাদার পর্যবেক্ষক সংস্থা” মাঠে থাকতে পারে, সে লক্ষ্যেই নতুন নীতিমালা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন