জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন
প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ১৬:৫৬
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। তবে দলটির এই চিঠি তেমন কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৌহিদ হোসেন বলেন,
“জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না।”
শনিবার (১ নভেম্বর) ঢাকায় ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে আওয়ামী লীগ বলেছে, “বাংলাদেশে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ এবং ইউএনডিপি যেন নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখে। একইসঙ্গে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতা উৎসাহিত করার আহ্বান জানাচ্ছি।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, “বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা, ‘ব্যালট প্রজেক্ট’ এবং আসন্ন নির্বাচনের বিষয়ে প্রাতিষ্ঠানিক সহায়তা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি— কারণ এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলকও নয়, বিশ্বাসযোগ্যও নয়।”
দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চিঠিতে আওয়ামী লীগ দাবি করেছে, ইউএনডিপির বর্তমান নির্বাচনী সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারে সংস্থাটির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতে, রাজনৈতিক দলগুলোর এ ধরনের চিঠি জাতিসংঘের সিদ্ধান্তে প্রভাব ফেলবে না। তিনি বলেন, “জাতিসংঘ তাদের নিজস্ব প্রক্রিয়া অনুসারে কাজ করে। কোনো রাজনৈতিক দলের অনুরোধ বা চাপের ভিত্তিতে তারা অবস্থান বদলায় না।”
আরও পড়ুন
- ১ বাংলাদেশের টেকসই ভবিষ্যতের পথে আকিজের ইলেকট্রিক বিপ্লব
- ২ মির্জা ফখরুলকে জামায়াতের নায়েবে আমীরের কল
- ৩ পাকিস্তান সব সময় বন্ধুর মতো পাশে থাকে: ইরান
- ৪ চাঁদপুরে আলুচাষিরা মারাত্মক আর্থিক সংকটে
- ৫ অ্যাশেজ সিরিজ: বার্মি আর্মির লক্ষ্য এবার স্টিভ স্মিথ
- ৬ সুড়ঙ্গের ভেতর আটকে আছেন কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধা
- ৭ জকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ
- ৮ এনসিপি নেতার আঙ্গুল কেটে নিল সন্ত্রাসীরা
- ১ ঢাকায় হঠাৎ মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
- ২ ২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৩ নারায়ণগঞ্জের ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৪ মুক্তিযোদ্ধা পরিচয় ভুয়া দাবি: নাচোলের ইউএনও-র ডিএনএ পরীক্ষা করবে দুদক
- ৫ চার জেলায় আতঙ্ক ‘কাকন বাহিনী’
- ৬ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
- ৭ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
- ৮ নারী বিশ্বকাপ ফাইনাল: শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা
- ৯ দেশে পাঙাশ মাছের সবচেয়ে বড় আড়ত এখন গাবতলীতে
- ১০ কোহলিকেও টপকে গেলেন বাবর, সিরিজ জিতল পাকিস্তান
