০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৪৭

শিরোনাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ Logo ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি Logo ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডারে নিয়োগে হাইকোর্টের রায় Logo সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,০৩৪ Logo গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন Logo জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন Logo ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন Logo

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ১৬:৫৬

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। তবে দলটির এই চিঠি তেমন কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৌহিদ হোসেন বলেন,

“জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না।”

শনিবার (১ নভেম্বর) ঢাকায় ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে আওয়ামী লীগ বলেছে, “বাংলাদেশে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ এবং ইউএনডিপি যেন নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখে। একইসঙ্গে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতা উৎসাহিত করার আহ্বান জানাচ্ছি।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, “বাংলাদেশে ইউএনডিপির নির্বাচন‌ী সহযোগিতা, ‘ব্যালট প্রজেক্ট’ এবং আসন্ন নির্বাচনের বিষয়ে প্রাতিষ্ঠানিক সহায়তা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি— কারণ এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলকও নয়, বিশ্বাসযোগ্যও নয়।”

দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চিঠিতে আওয়ামী লীগ দাবি করেছে, ইউএনডিপির বর্তমান নির্বাচনী সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারে সংস্থাটির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতে, রাজনৈতিক দলগুলোর এ ধরনের চিঠি জাতিসংঘের সিদ্ধান্তে প্রভাব ফেলবে না। তিনি বলেন, “জাতিসংঘ তাদের নিজস্ব প্রক্রিয়া অনুসারে কাজ করে। কোনো রাজনৈতিক দলের অনুরোধ বা চাপের ভিত্তিতে তারা অবস্থান বদলায় না।”

আরও পড়ুন