০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:২৪

শিরোনাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ Logo ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি Logo ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডারে নিয়োগে হাইকোর্টের রায় Logo সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,০৩৪ Logo গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন Logo জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন Logo ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন Logo

টঙ্গীতে রেললাইনে ধাক্কা লেগে ১৫ বছর বয়সী কিশোরীর মৃত্যু

টঙ্গীতে রেললাইনে ধাক্কা লেগে ১৫ বছর বয়সী কিশোরীর মৃত্যু

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ২২:৫৪

গাজীপুরের টঙ্গীতে আঁখি আলমগীর নুপুর (১৫) নামে এক কিশোরী চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুপুর নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার নাটেশ্বর গ্রামের আলমগীর হোসেনের কন্যা। পরিবার বর্তমানে গাজীপুরের নামার বাজার এলাকায় বসবাস করছে।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠী লাবনী আক্তার জানায়, বৃহস্পতিবার বিকালে নুপুর ও তার তিন বান্ধবী বনমালা রেললাইন এলাকায় ঘুরছিল। এ সময় মোবাইল ফোনে কথা বলার কারণে নুপুর লাইনের পাশে চলে যায়। গাজীপুর থেকে ঢাকাগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার পর গুরুতর আহত নুপুরকে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন