০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৬:১৭

শিরোনাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ Logo ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি Logo ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডারে নিয়োগে হাইকোর্টের রায় Logo সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,০৩৪ Logo গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন Logo জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন Logo ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন Logo

চট্টগ্রামে সন্ত্রাসের ছায়া: বড় সাজ্জাদের অনুসারীদের জোড়া খুন

চট্টগ্রামে সন্ত্রাসের ছায়া: বড় সাজ্জাদের অনুসারীদের জোড়া খুন

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ১৯:০৮

চট্টগ্রামে অপরাধের জগতে নিয়ন্ত্রণ কায়েম করতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসী সাজ্জাদ আলী, যিনি ‘বড় সাজ্জাদ’ নামে পরিচিত, তাঁর দলের মাধ্যমে স্থানীয় অপরাধ নিয়ন্ত্রণ করছেন।

পুলিশ ও স্থানীয়দের মতে, সাজ্জাদের প্রাক্তন সহযোগী সাজ্জাদ হোসেন (ছোট সাজ্জাদ) কারাগারে থাকার পর দলের দায়িত্ব নেয়েছেন মোহাম্মদ রায়হান। রায়হানের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে শহরে একাধিক হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে।

গত বুধবার, পাঁচলাইশ চালিতাতলী এলাকায় বিএনপি প্রার্থীর গণসংযোগ চলাকালীন সরোয়ার হোসেন নামে এক প্রাক্তন সহযোগীকে গুলিতে হত্যা করা হয়। এর আগে আকবর আলী ওরফে ঢাকাইয়া আকবরও নিহত হন। পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি না পেলে সাজ্জাদের অনুসারীরা গুলি চালায়।

ছোট সাজ্জাদ ও রায়হানসহ মোট ২৫ জন সক্রিয় সন্ত্রাসী এই বাহিনীতে রয়েছেন। বিদেশে বসে বড় সাজ্জাদ ফোনের মাধ্যমে নির্দেশনা দেন। পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছেন, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন