১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশ
প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ১৪:৫৯
জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত ৮ দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে রাজধানীর মৎস্য ভবন মোড়ে প্রেস ব্রিফিংয়ে ৮ দলের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, যমুনায় যাওয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণের দায়িত্বে ছিলেন, তবে আমাদের দাবি ছিল আমরা মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেব না। আমরা প্রধান উপদেষ্টার কাছেই স্মারকলিপি দিতে চেয়েছি। পরে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, আমরা ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ আদিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছি। স্মারকলিপি পড়ে শুনিয়েছি। শিল্প উপদেষ্টা আমাদের দাবির সঙ্গে দ্বিমত করেননি। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের ৫ দাবি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
গোলাম পরওয়ার বলেন, শিল্প উপদেষ্টা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার কথা।
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ১১ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতির আগে আমাদের ৫ দাবির প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত সিদ্ধান্ত নেবেন। নতুবা ঢাকার অবস্থা ভিন্ন হবে।
এসময় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- ১ বাংলাদেশের টেকসই ভবিষ্যতের পথে আকিজের ইলেকট্রিক বিপ্লব
- ২ মির্জা ফখরুলকে জামায়াতের নায়েবে আমীরের কল
- ৩ পাকিস্তান সব সময় বন্ধুর মতো পাশে থাকে: ইরান
- ৪ চাঁদপুরে আলুচাষিরা মারাত্মক আর্থিক সংকটে
- ৫ অ্যাশেজ সিরিজ: বার্মি আর্মির লক্ষ্য এবার স্টিভ স্মিথ
- ৬ সুড়ঙ্গের ভেতর আটকে আছেন কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধা
- ৭ জকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ
- ৮ এনসিপি নেতার আঙ্গুল কেটে নিল সন্ত্রাসীরা
- ১ ঢাকায় হঠাৎ মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
- ২ ২৩৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৩ নারায়ণগঞ্জের ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৪ মুক্তিযোদ্ধা পরিচয় ভুয়া দাবি: নাচোলের ইউএনও-র ডিএনএ পরীক্ষা করবে দুদক
- ৫ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
- ৬ চার জেলায় আতঙ্ক ‘কাকন বাহিনী’
- ৭ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
- ৮ নারী বিশ্বকাপ ফাইনাল: শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা
- ৯ দেশে পাঙাশ মাছের সবচেয়ে বড় আড়ত এখন গাবতলীতে
- ১০ চট্টগ্রামে সন্ত্রাসের ছায়া: বড় সাজ্জাদের অনুসারীদের জোড়া খুন
