সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দুর্নীতি মামলায় গ্রেপ্তার

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:০৩
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে মিথ্যা তথ্য দিয়ে পূর্বাচল আবাসিক প্রকল্পে ১০ কাঠার প্লট নেওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১০সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আজ খায়রুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। গ্রেপ্তার দেখানোর পর খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহীন জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। পরে তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, রাজধানীর ২ নম্বর শিক্ষা সম্প্রসারণ সড়কে (নায়েম রোড) পৌনে ১৮ কাঠা জমির ওপর ছয়তলা পৈতৃক বাড়ি রয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের। কিন্তু তিনি দেশের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে ও প্রতারণার আশ্রয় নিয়ে দ্য ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট রুলস, ১৯৬৯-এর বিধি ১৩ লঙ্ঘনের মাধ্যমে হলফনামা দাখিল করে রাজউকের ১০ কাঠা প্লট বাগিয়ে নেন। খায়রুল হক প্লট বরাদ্দের শর্ত ভঙ্গ করে নিজের ক্ষমতার অপব্যবহার করেন। আবার তিনি পাঁচ বছর প্লটের কিস্তির টাকা জমা দেননি। রাজউকের কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় সুদ মওকুফের কোনো বিধান না থাকা সত্ত্বেও প্লট বরাদ্দের জন্য সাময়িক বরাদ্দপত্রে শর্ত ভঙ্গ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সুদসহ কিস্তির টাকা জমা না দিয়ে অবসরের পর অর্থাৎ বরাদ্দের পাঁচ বছর পর সুদবিহীন টাকা জমা দেন।
এ ক্ষেত্রে রাজউকের প্রচলিত নীতিমালা ভঙ্গ ও বিশেষ সুবিধা গ্রহণ করে সুদ বাবদ ৪ লাখ ৭৪ হাজার ২৪০ টাকা পরিশোধ না করে সরকারের ক্ষতিসাধন ও আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
জা/প্র
আরও পড়ুন
- ১ রাকসু নির্বাচনে ৫ জনের প্রার্থিতা ফিরল
- ২ বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী
- ৩ শাহজাহানপুরে গুলিতে আহত দুই যুবক
- ৪ জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- ৫ ভারতেও ছড়িয়ে পড়ছে ছাত্র আন্দোলন
- ৬ সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা
- ৭ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতির আশা নেই
- ৮ জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির
- ১ ঈদে মিলাদুন্নবী (সা.): চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস
- ২ বাংলাদেশ সেনাবাহিনী: ইতিহাস, গৌরব ও ভবিষ্যৎ
- ৩ ডাকসু নির্বাচন: ৫ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা
- ৪ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ৫ ডাকসু নির্বাচন: ছাত্রদল প্যানেল প্রার্থীদের শপথ আজ
- ৬ অ্যাকশন–স্টাইলে ফিরছেন আল্লু অর্জুন
- ৭ পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮ বাংলাদেশ সময় আজ রাত ৮টা ২৮ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
- ৯ ডিএমপির পাঁচ পরিদর্শককে বদলি
- ১০ আওয়ামী লীগের সাথে আঁতাত হলে প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক