০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:৩৮

শিরোনাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ Logo ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি Logo ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডারে নিয়োগে হাইকোর্টের রায় Logo সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,০৩৪ Logo গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন Logo জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন Logo ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন Logo

যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হলেন সোমা সাঈদ

যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হলেন সোমা সাঈদ

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ২২:২৫

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ও নিউইয়র্ক সিটির কুইন্সের প্রথম মুসলিম নারী বিচারপতি হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয়েছেন সোমা এস সাঈদ।

বুধবার (৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে তাঁর পরিবারের সদস্য বুরহান চৌধুরী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচনে দুই লাখ ৬০ হাজারেরও বেশি ভোট পেয়ে সোমা সাঈদ এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন।

বিজয় সম্পর্কে প্রতিক্রিয়ায় সোমা সাঈদ বলেন,

“এটি শুধু আমার নয়, এটি আমার পরিবার, আমার সমাজ এবং আমার দেশের বিজয়।”

টাঙ্গাইল জেলার মেয়ে সোমা সাঈদের বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

তিনি ২০২১ সালে নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রের আইন, নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

বর্তমানে বিচারপতি সোমা সাঈদ ও তাঁর স্বামী মিজান চৌধুরী নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন।

সোমা সাঈদ নিউইয়র্কের আইনি অঙ্গনে বৈচিত্র্য, প্রতিনিধিত্ব ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে পরিচিত। তিনি নিউইয়র্ক সিটি সম-অধিকার প্রয়োগ পরিষদের সহসভাপতি, নিউইয়র্ক ন্যায়বিচারের অধিকার পরিষদের বোর্ড সদস্য, এবং নিউইয়র্ক এশিয়ান-আমেরিকান জাজেস অ্যাসোসিয়েশন–এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি ছিলেন।

আরও পড়ুন