০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:৩৮

শিরোনাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ Logo ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি Logo ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডারে নিয়োগে হাইকোর্টের রায় Logo সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,০৩৪ Logo গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন Logo জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন Logo ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন Logo

লেবাননের চার শহরে ইসরায়েলের হামলা

লেবাননের চার শহরে ইসরায়েলের হামলা

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ২১:৪১

লেবাননের চারটি শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে দক্ষিণ লেবাননের আয়তা আল-জাবাল, তায়বেহ, তায়ের দেব্বা ও জাওতার-আল-শারকিয়া শহরে এ হামলা চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে এসব এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

লেবাননের স্থানীয় গণমাধ্যম জানায়, হামলায় বেশ কয়েকটি ভবন ধসে পড়ে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

২০২৪ সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও এরপরও সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। চলতি বছরেই হিজবুল্লাহর ৩৫০ জনের বেশি যোদ্ধা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বলে দাবি করেছে লেবাননের গণমাধ্যম। 

ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় পুনরায় সংগঠিত হতে না পারে—সেই লক্ষ্যে এসব অভিযান পরিচালিত হচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহ বলছে, তারা শান্তি চুক্তি মেনে চললেও ইসরায়েল ধারাবাহিকভাবে চুক্তি লঙ্ঘন করছে।

আরও পড়ুন