১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০১:০৮

শিরোনাম মুক্তিপণ দাবি নাকি পাওনা টাকা আদায়? ছাত্রদল নেতার গ্রেপ্তার ও জামিন নিয়ে রহস্য Logo উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo

সোলজারে শাকিবের সঙ্গে থাকছেন তিশা ও ঐশী

সোলজারে শাকিবের সঙ্গে থাকছেন তিশা ও ঐশী

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ১৬:৩৮

দেশপ্রেমনির্ভর গল্পে নির্মিত হতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’। এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। তার সঙ্গে থাকছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।

সিনেমাটির পরিচালক সাকিব ফাহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ৫ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে ‘সোলজার’-এর শুটিং। নির্মাতা জানান, “গল্প অনুযায়ী অভিনয়শিল্পীদের নির্বাচন করা হয়েছে। শাকিব খানের বিপরীতে তানজিন তিশাকে দেখা যাবে, এটি তার প্রথম চলচ্চিত্র। দর্শকের আগ্রহকে গুরুত্ব দিয়েই তিশাকে বেছে নেওয়া হয়েছে। সঙ্গে থাকছেন ঐশী, যিনি এর আগেও বড় পর্দায় কাজ করেছেন।”

সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ অনেকে। নির্মাতারা জানিয়েছেন, চলতি বছরেই ‘সোলজার’ মুক্তি পেতে পারে।

তানজিন তিশাকে নিয়ে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল চলচ্চিত্রে আসার গুঞ্জন। বিশেষ করে শাকিব খানের বিপরীতে তার বড় পর্দায় অভিষেক ঘিরে আলোচনার ঝড় উঠেছিল। যদিও আগে সে খবর বাস্তবে রূপ নেয়নি, এবার তা সত্যি হচ্ছে।

অন্যদিকে, ঐশীকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আদম’ সিনেমায়। এর পর ‘যাত্রী’ নামক আরেক সিনেমায় যুক্ত হওয়ার খবর এলেও কোনো আপডেট মেলেনি। নতুন সিনেমা ‘সোলজার’-এ তার উপস্থিতি দর্শকদের নতুন করে আগ্রহী করে তুলবে বলেই আশা করছে প্রযোজনা সংস্থা।

আরও পড়ুন