০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:৪৫

শিরোনাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের সুযোগ Logo ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি Logo ৪১তম বিসিএস উত্তীর্ণ ১৯৩ জনকে নন-ক্যাডারে নিয়োগে হাইকোর্টের রায় Logo সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, পুলিশের সতর্কবার্তা Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১,০৩৪ Logo গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন Logo জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন Logo ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন Logo

ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন

ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ২২:৪০

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম এবার এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। এক সাবেক দলের ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা বলেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ওই সাবেক ম্যানেজার তার প্রতি অনৈতিক আচরণ করেছিলেন। জাহানারার ভাষায়, “উনি (সাবেক ম্যানেজার) আমার কাছে এসে কাঁধে হাত রেখে বললেন— ‘তোর পিরিয়ডের কত দিন চলছে? শেষ হলে বলিস, আমার দিকটাও দেখতে হবে।’ পিরিয়ড শেষ হলে নাকি ডাকবেন, তখন যেতে বলতেন।”

তিনি আরও অভিযোগ করেন, ম্যাচ শেষে হ্যান্ডশেকের সময়ও ওই কর্মকর্তা অশালীন আচরণ করতেন।

জাহানারা বলেন, “বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন,”।

পেসার জাহানারা দাবি করেন, এ ঘটনা তিনি একাধিকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জানিয়েছেন।

“দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। নারী উইংয়ের তৎকালীন প্রধান নাদেল স্যারকে বহুবার বলেছি। প্রথমে একটু ঠিক থাকতো, তারপর আবার আগের মতোই চলতো,” অভিযোগ করেন তিনি।

এর আগে, জাহানারা নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও ‘অনৈতিক সুবিধা গ্রহণ’ এবং ‘জুনিয়রদের গায়ে হাত তোলার’ অভিযোগ করেছিলেন।

আরও পড়ুন