১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০১:০৩

শিরোনাম উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo রাজনৈতিক ঐকমত্য ছাড়াই গণভোটের সুযোগ আছে: বদিউল আলম Logo

লড়াই করে হারলেও কোচ কাবরেরার কৌশল নিয়ে প্রশ্ন, ভাগ্য ঝুলছে পরের ম্যাচে

লড়াই করে হারলেও কোচ কাবরেরার কৌশল নিয়ে প্রশ্ন, ভাগ্য ঝুলছে পরের ম্যাচে

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ০৯:৪৩

হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারলেও বাংলাদেশের লড়াকু ফুটবল সমর্থকদের মন জিতেছে। কিন্তু এই প্রশংসার আড়ালে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তার দল নির্বাচন ও খেলার কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের সাবেক শীর্ষস্থানীয় কোচরা।

সাবেক কোচ আলফাজ আহমেদ সরাসরি কাবরেরাকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, তার রক্ষণভাগ সাজানোর ব্যর্থতার কারণেই দল চারটি গোল হজম করেছে।

আরেক বিশেষজ্ঞ কোচ মারুফুল হকের মতে, কাবরেরার নির্বাচিত একাদশ দেখে মনে হয়নি তিনি জিততে চেয়েছিলেন। তার মতে, শমিত সোম ও জায়ান আহমেদকে শুরু থেকেই খেলানো উচিত ছিল।

তবে এখনই কোচ বদলের পক্ষে নন সবাই। জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক মনে করেন, আগামী ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচটিই কাবরেরার ভাগ্য নির্ধারণ করবে। তার মতে, ওই ম্যাচে ফল খারাপ হলে কোচ হয়তো নিজেই পদত্যাগ করতে পারেন।

সব মিলিয়ে, দল ভালো খেলেও কোচের ভবিষ্যৎ এখন সুতোর ওপর ঝুলছে এবং পরের ম্যাচের ফলাফলই তার টিকে থাকার নিয়ামক হতে পারে।

আরও পড়ুন