১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০১:০২

শিরোনাম উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo রাজনৈতিক ঐকমত্য ছাড়াই গণভোটের সুযোগ আছে: বদিউল আলম Logo

গুম-খুনে জড়িতরা যেন ‘সেফ এক্সিট’ না পায়: ডাকসু

গুম-খুনে জড়িতরা যেন ‘সেফ এক্সিট’ না পায়: ডাকসু

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ১৬:২৮

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন, তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে তারা এই আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, “স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গুম ও হত্যার ঘটনায় যারা জড়িত, তারা যেন বিচারের আওতায় আসেন এবং কোনোভাবেই দায়মুক্তি বা ‘সেফ এক্সিট’ না পান, তা নিশ্চিত করতে হবে।”

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআইয়ের সাবেক প্রধানসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রসঙ্গ টেনে ডাকসু নেতারা বলেন, “এটি দীর্ঘ দিনের বেদনা ও বিক্ষোভের মাঝে আশার সঞ্চার করেছে, তবে শুধু এটুকু যথেষ্ট নয়।”

বিবৃতিতে গুম-খুনের শিকার হওয়া ১৮০০-এর বেশি নাগরিকের কথা তুলে ধরে বলা হয়, “এই নৃশংসতার শিকার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, শ্রমিক, নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।”

ডাকসু দাবি করে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী রাজনৈতিক মতবিরোধের কারণে গুম-নির্যাতনের শিকার হয়েছেন। অনেকের আজও কোনো খোঁজ মেলেনি।

বিবৃতিতে আরও বলা হয়, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধে শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, ডিজিএফআই, র‍্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত ছিলেন।

ডাকসুর মতে, এসব অপরাধের বিচার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মর্যাদা ক্ষুণ্ন হবে না, বরং তা গণমুখী ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।

তারা গুম কমিশনের তদন্তকে স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার আহ্বান জানান।

আরও পড়ুন