১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০১:০০

শিরোনাম উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo রাজনৈতিক ঐকমত্য ছাড়াই গণভোটের সুযোগ আছে: বদিউল আলম Logo

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোববার রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোববার রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ১৬:২৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন ইস্যুতে আন্তর্জাতিক পরিসরে অংশ নিতে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি বার্তা সংস্থা বাসস সূত্রে জানা গেছে, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রোববার সকাল ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে রওনা হবে।

সফরসূচি অনুযায়ী, ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বৈঠকগুলোতে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম, যা FAO আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, সেখানে বিশ্বজুড়ে নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা ও তরুণ নেতারা ভবিষ্যতের খাদ্যব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন। এবারের সম্মেলনটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ইতালির রোমে FAO-এর সদর দফতরে অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন