১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০০:৫৭

শিরোনাম উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo রাজনৈতিক ঐকমত্য ছাড়াই গণভোটের সুযোগ আছে: বদিউল আলম Logo

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: প্রেসসচিব

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: প্রেসসচিব

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ২০:৩৬

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে দেশে আর কোনো সংশয় নেই। তিনি বলেন, “এ সংশয় ধুয়ে-মুছে গেছে। রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক পথে নির্বাচনের পূর্বপ্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন প্রেসসচিব।

প্রেসসচিব বলেন, “অনেক বছর পর আমরা একটি রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছি। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি। এবার সেই জায়গা থেকে সরে এসে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন আয়োজনের দিকে এগোচ্ছি।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। হালুয়াঘাটে অনেক নেতার পোস্টার চোখে পড়েছে। দুই-তিন সপ্তাহের মধ্যে দলগুলো প্রার্থী ঘোষণা শুরু করলে পরিবেশ আরও জমে উঠবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, জুলাই সনদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন আর কোনো বড় ধরনের জটিলতা নেই। বিষয়টি ইতোমধ্যে সমাধানের পথে।

এ সময় তিনি জানান, শহীদুল আলমকে মুক্ত করতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ইতিবাচক ভূমিকার জন্য প্রধান উপদেষ্টা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন