১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০১:০০

শিরোনাম উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল Logo জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো Logo শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী Logo ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর Logo শাহজালালে অবতরণের সময় চাকার সঙ্গে ঢুকে পড়ল শিয়াল Logo প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব Logo রাজনৈতিক ঐকমত্য ছাড়াই গণভোটের সুযোগ আছে: বদিউল আলম Logo

ভারতকে বন্ধু বলে পাকিস্তানকে হুঁশিয়ারি তালেবানের

ভারতকে বন্ধু বলে পাকিস্তানকে হুঁশিয়ারি তালেবানের

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ০৯:৫১

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দাবি করেছেন, তার দেশ থেকে লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের মতো পাকিস্তানভিত্তিক সব সন্ত্রাসী গোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূল করা হয়েছে এবং তাদের দখলে এখন এক ইঞ্চি জমিও নেই। ভারত সফরকালে দেশটির বেসরকারি টেলিভিশন এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেওয়া ওই সাক্ষাৎকারে মুত্তাকি সাম্প্রতিক কাবুল বিস্ফোরণের জন্য সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করেন। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা আফগানদের সাহস পরীক্ষা করতে চায়, তারা সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পরিণতি দেখে নিক। আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো কিছু বয়ে আনবে না।”

অন্যদিকে, ভারতের সঙ্গে সম্পর্ককে ‘ঘনিষ্ঠ বন্ধুত্ব’ আখ্যা দিয়ে তিনি বলেন, “পারস্পরিক সম্মান ও বাণিজ্যের ভিত্তিতে আমরা সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।”

মুত্তাকির এই ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে ভারত ও আফগানিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে আবারও পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করা হবে।

আরও পড়ুন