৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১২:২৯

শিরোনাম আগামীকাল উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন নিষিদ্ধসহ ১২ নির্দেশনা Logo তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন Logo সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo ঐক্যমত না হলে নির্বাচন অনিশ্চিত হতে পারে: মজিবুর রহমান মঞ্জু Logo

২৯ অক্টোবর পে কমিশনের সঙ্গে বসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

২৯ অক্টোবর পে কমিশনের সঙ্গে বসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ২১:০৫

নতুন বেতন কাঠামো নিয়ে জাতীয় বেতন কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে জোটের ১২ জন শীর্ষ নেতা অংশ নেবেন বলে জানা গেছে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বুধবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “জাতীয় বেতন কমিশন ২০২৫–এর চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আমরা এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য এবং শিক্ষা জাতীয়করণের বিষয়গুলো তুলে ধরব।”

জোটের পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মণ্ডল এবং মো. মাহবুব আলম।

এর আগে, জাতীয় বেতন কমিশনের সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জাতীয় বেতন কমিশন–২০২৫ সরকারি চাকরিজীবী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবে।

শিক্ষক জোট সূত্রে জানা গেছে, বৈঠকে তারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুযোগসহ নানা দাবি উপস্থাপন করবেন।

জাতীয় বেতন কমিশন ২০২৫ আগামী অর্থবছরের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ করছে। শিক্ষক সংগঠনগুলো আশা করছে, এবার তাদের দাবি বিবেচনায় এনে শিক্ষাখাতের বেতন কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনা হবে।

আরও পড়ুন