৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১২:৩৫

শিরোনাম রাজধানীর বাজারে কমেছে সবজি ও মুরগির দাম  Logo আগামীকাল উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন নিষিদ্ধসহ ১২ নির্দেশনা Logo তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন Logo সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ১৭:৩০

সাভারের আশুলিয়া খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

সাভার মডেল থানায় দায়ের হওয়া দুটি পৃথক মামলায় ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১,২৫০ জনকে আসামি করা হয়েছে।

সিটি ইউনিভার্সিটির মামলা:

সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মীর আকতার হোসেন মঙ্গলবার রাত সোয়া ১২টায় দায়ের করা মামলায় অভিযোগ করেছেন, রাত ১২টা ৪০ মিনিটে ড্যাফোডিলের শিক্ষার্থীরা মূল ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে, পেট্রলবোমা ও হাতবোমা ছোড়ে, নিরাপত্তা কর্মীদের মারধর করে এবং ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে ইউনিভার্সিটির ৩টি বাস, ৩টি মাইক্রোবাস, ১টি প্রাইভেট কার, ২টি মোটরসাইকেল সহ আনুমানিক ২০ কোটি টাকা ক্ষতি হয়েছে। হামলার সময় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়।

ড্যাফোডিল ইউনিভার্সিটির মামলা:

ড্যাফোডিলের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আফতাব উদ্দিন আহ্মেদ খান দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অস্ত্র, ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে ড্যাফোডিলের হোস্টেল আক্রমণ করে, শিক্ষার্থীদের মারধর ও গুরুতরভাবে আহত করে। এছাড়া, ড্যাফোডিলের ১১ জন শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটির ভেতরে জিম্মি করে অমানবিক নির্যাতন ও জোরপূর্বক বক্তব্য আদায় করা হয়।

ওসি মোহাম্মদ জুয়েল মিঞা প্রথম আলোকে জানিয়েছেন, সিটি ইউনিভার্সিটির দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ১,০০০ জন এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির মামলায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন