সিটি ইউনিভার্সিটির কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের
 
                                        প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫, ১৫:৪১
সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ৩০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবির প্রতিবাদে পাল্টা ক্ষতিপূরণ দাবি করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। তিনি অভিযোগ করেছেন, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে জিম্মি করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এই দাবি জানান।
ড. এম আর কবির বলেন, “শুধু গাড়ি পোড়ানো বা ভাঙচুর নয়, আমাদের শিক্ষার্থীদের জিম্মি করে যে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে, তারও ক্ষতিপূরণ দিতে হবে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে।”
তিনি জানান, বর্তমানে ড্যাফোডিলের অন্তত ছয়জন শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘটনাটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উপাচার্য আরও জানান, সিটি ইউনিভার্সিটিতে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত কিনা, তা তদন্তে প্রমাণ হবে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে।
এর আগে সোমবার (২৭ অক্টোবর) সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটিতে হামলা, গাড়ি পোড়ানো ও আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় ড্যাফোডিলের কাছে ৩০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে তারা।
সেই সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়ার জানান, তাঁদের কাছে আটক থাকা ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “আমরা তাদের আটকে রাখিনি; রাত হওয়ায় নিরাপত্তার জন্যই আমরা তাদের নিজেদের তত্ত্বাবধানে রেখেছিলাম।”
গত রোববার (২৬ অক্টোবর) রাতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া–পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।
আরও পড়ুন
- ১ ট্রাম্পের সিদ্ধান্ত ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপ: ইরান
- ২ ডিসেম্বরে দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ নারী দল
- ৩ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কোন সদুত্তর পাইনি: এহসানুল হক মিলন
- ৪ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বনিম্ন শরণার্থী কোটা ঘোষণা ট্রাম্পের
- ৫ মেহেরপুরে কাঠমিস্ত্রির রহস্যজনক মৃত্যু, ২ সহযোগী নিখোঁজ
- ৬ নেত্রকোনায় ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২
- ৭ রাবিতে চালু হচ্ছে ই-কার, মিলবে স্কলারশিপও
- ৮ নোয়াখালীতে জাল টাকাসহ কৃষক দল নেতা আটক
- ১ ‘এটা বাংলাদেশ নয়’! পর্তুগালে বর্ণবাদী বিলবোর্ডে তোলপাড়, ক্ষুব্ধ প্রবাসীরা
- ২ ডলারের দাপটে কমছে সোনার দাম, আউন্সপ্রতি ৪ হাজার ডলারের নিচে
- ৩ ২২ দিন পর নদীতে জেলেরা, ইলিশ কম পেলেও মিলছে অন্য মাছ
- ৪ নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে: উপদেষ্টা শারমীন
- ৫ ১০ লাখ টাকার চেক ফেরত দিচ্ছেন বিএনপি নেতা কামরুল
- ৬ দিনাজপুরে চাকরির পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, ডিভাইসসহ যুবক আটক
- ৭ ঢাবি ২০২৫-২৬ ভর্তি আবেদন শুরু
- ৮ ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
- ৯ ইমাম মুহিবুল্লাহর নিখোঁজ রহস্যভেদ: পুলিশ বলছে অপহরণ হয়নি
- ১০ র্যাবের পোশাক পড়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যান ডাকাতি, গ্রেপ্তার ২

 
                                                             
                                                             
                                                            