৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১২:৩২

শিরোনাম আগামীকাল উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, রাত্রিযাপন নিষিদ্ধসহ ১২ নির্দেশনা Logo তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন Logo সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯ Logo ভোটের মাসে এসএসসি পরীক্ষা: রুটিন নিয়ে সতর্ক করল ইসি Logo চার উপদেষ্টাকে নিয়ে গড়া জনপ্রশাসন কমিটি বাতিল করলো অন্তর্বর্তী সরকার Logo উচ্চ মুদ্রাস্ফীতি ও বৈষম্য: অর্থনীতি নিয়ে পিআরআই'র সতর্কতা Logo দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ: আইন উপদেষ্টা Logo ঐক্যমত না হলে নির্বাচন অনিশ্চিত হতে পারে: মজিবুর রহমান মঞ্জু Logo

সিটি ইউনিভার্সিটির কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের

সিটি ইউনিভার্সিটির কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি ড্যাফোডিলের

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫, ১৫:৪১

সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ৩০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবির প্রতিবাদে পাল্টা ক্ষতিপূরণ দাবি করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। তিনি অভিযোগ করেছেন, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে জিম্মি করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এই দাবি জানান।

ড. এম আর কবির বলেন, “শুধু গাড়ি পোড়ানো বা ভাঙচুর নয়, আমাদের শিক্ষার্থীদের জিম্মি করে যে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে, তারও ক্ষতিপূরণ দিতে হবে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে।”

তিনি জানান, বর্তমানে ড্যাফোডিলের অন্তত ছয়জন শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘটনাটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপাচার্য আরও জানান, সিটি ইউনিভার্সিটিতে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত কিনা, তা তদন্তে প্রমাণ হবে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটিতে হামলা, গাড়ি পোড়ানো ও আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় ড্যাফোডিলের কাছে ৩০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে তারা।

সেই সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়ার জানান, তাঁদের কাছে আটক থাকা ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “আমরা তাদের আটকে রাখিনি; রাত হওয়ায় নিরাপত্তার জন্যই আমরা তাদের নিজেদের তত্ত্বাবধানে রেখেছিলাম।”

গত রোববার (২৬ অক্টোবর) রাতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া–পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

আরও পড়ুন