১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৮

শিরোনাম বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী Logo সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo

সাগরে ধরা ইলিশ বিক্রি ৯ হাজার টাকায়!

সাগরে ধরা ইলিশ বিক্রি ৯ হাজার টাকায়!

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:১৭

পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দরে সাগরে ধরা একটি আড়াই কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে প্রায় ৯ হাজার টাকায়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি নিলামে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, সোমবার (৮ সেপ্টেম্বর) কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে মাসুম বিল্লাহর জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি আনা হয় আলীপুর মৎস্যবন্দরে এবং নিলামে তোলা হয়।

নিলামে প্রতি কেজি ৩,৫৫০ টাকা ধরে মাছটির দাম দাঁড়ায় ১ লাখ ৪২ হাজার টাকা মণ হিসেবে। ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন ‘কুয়াকাটা ফ্রেশ ফিস’-এর স্বত্বাধিকারী পিএম মূসা। তিনি জানান, "এত বড় ইলিশ সচরাচর বাজারে পাওয়া যায় না। মাছটি গাজীপুরে এক আমেরিকান প্রবাসীর ভাইয়ের বাসায় পাঠানো হবে।"

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এ ধরনের বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন, যা ইতিবাচক ইঙ্গিত।”

আরও পড়ুন