১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:৫৬

শিরোনাম বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তালিকাভুক্ত করছে সশস্ত্র বাহিনী Logo সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo

ডাকসু নির্বাচন: নতুন দিগন্তে ছাত্ররাজনীতি দেখতে চান নুর

ডাকসু নির্বাচন: নতুন দিগন্তে ছাত্ররাজনীতি দেখতে চান নুর

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:১০

জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত ঐতিহাসিক ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর।

একসঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক লিখিত বিবৃতিতে নুরুল হক নুর বলেন—“জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যারা অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সাথে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি প্রাণবন্ত, অংশগ্রহণমূলক সফল নির্বাচন সম্পন্ন করেছেন।”

নবনির্বাচিত নেতাদের উদ্দেশে নুর বলেন, “আশা করি, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে ক্যাম্পাসের সব ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্ররাজনীতির এক নতুন দিগন্তের সূচনা করবেন।

যেখানে ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবামুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে নিবেদিত।”

তিনি আরও বলেন, “ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণা, গান-কবিতা, সাহিত্য-সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অন্যান্য একাডেমিক কার্যক্রমের মতোই একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার উদ্যোগ গ্রহণ করুন, যেন প্রতি বছর যথাসময়ে নির্বাচন হয়।

জা/প্র 

আরও পড়ুন