১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৩

শিরোনাম সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Logo জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা, চূড়ান্ত প্রতিবেদন শিগগির Logo জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই পাঠানো হচ্ছে: আলী রীয়াজ Logo মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও তিন শিক্ষার্থী Logo সরকারের সিদ্ধান্ত: পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠন Logo ৮ থানার ওসির দায়িত্বে বড় রদবদল Logo সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে: সালাহউদ্দিন Logo গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের কঠোর বার্তা Logo

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা বাড়ল আরও ৬০ দিন

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা বাড়ল আরও ৬০ দিন

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:০১

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কমিশন্ড কর্মকর্তারা, যারা বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত রয়েছেন (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাসহ), তারা ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এই ক্ষমতা ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পরবর্তী ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। তারা সারাদেশেই এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এর আগে ১৪ জুলাই থেকে দুই মাসের জন্য সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হয় ১১ সেপ্টেম্বর।

কোন ধারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ:

এই কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো, জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যদের আইনি কাঠামোর মধ্যে থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়তা করা, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

আরও পড়ুন