২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ০৬:০২

শিরোনাম এনবিআর সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত Logo পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি Logo রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার Logo দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসার সদস্য মোতায়েন Logo ৪৭তম বিসিএস প্রিলিমিনারি: উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন Logo দূরে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ: প্রধান উপদেষ্টা Logo খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৩, সেনা-পুলিশসহ আহত ১৭ Logo হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমল ১২ হাজার টাকা Logo

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে ৭.৪

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে ৭.৪

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৪

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলের কাছাকাছি একটি অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের সূত্রে জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূ-পৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে।  

তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলের কাছাকাছি একটি অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। ভূমিকম্পটি ১০ কিমি (৬.২ মাইল) গভীরে হয়েছে। 

কম্পনের পরপরই জারি করা হয় সুনামি সতর্কতা। তবে এখনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন