২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ০০:৪৮

শিরোনাম পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি Logo রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার Logo দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসার সদস্য মোতায়েন Logo ৪৭তম বিসিএস প্রিলিমিনারি: উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন Logo দূরে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ: প্রধান উপদেষ্টা Logo খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৩, সেনা-পুলিশসহ আহত ১৭ Logo হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমল ১২ হাজার টাকা Logo একুশে বইমেলা স্থগিত Logo

শাওমি নিয়ে এলো রেডমি ১৫, ব্যাটারির ক্ষমতা ৭০০০ এমএএইচ

শাওমি নিয়ে এলো রেডমি ১৫, ব্যাটারির ক্ষমতা ৭০০০ এমএএইচ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:২৪

দেশের শীর্ষ মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি বাংলাদেশে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন রেডমি ১৫। ‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের এ স্মার্টফোনটিতে থাকছে ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেট—যা একে করে তুলেছে টেকপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয়।

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও চার্জিং সুবিধা

রেডমি ১৫–এ রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা একবার ফুল চার্জে টানা দুই দিন ব্যবহার করা সম্ভব। এছাড়া আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা, ফলে স্মার্টফোনটি পাওয়ারব্যাংকের মতো অন্য ডিভাইসও চার্জ দিতে সক্ষম।

শক্তিশালী পারফরম্যান্স

ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম, যা ফোনের পারফরম্যান্সকে করেছে আরও স্মুথ ও কার্যকর। ব্যাটারি সাশ্রয়ী এই প্রসেসরের কারণে ফোনটি কম গরম হয় এবং দীর্ঘসময় ব্যবহারেও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দেয়।

বড় ডিসপ্লে ও দুর্দান্ত ভিজ্যুয়াল

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেট। ফলে ভিডিও দেখা, গেম খেলা বা অন্যান্য কনটেন্ট ব্যবহারে পাওয়া যাবে আরও স্পষ্ট ও স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। সূর্যের আলোতেও ডিসপ্লের ব্রাইটনেস অটো-অ্যাডজাস্ট হয়, যা চোখের সুরক্ষায় সহায়ক।

ক্যামেরা ও নিরাপত্তা

রেডমি ১৫–এ রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দিন-রাত যেকোনো পরিবেশে স্পষ্ট ছবি তোলার সুবিধা থাকছে এতে। নিরাপত্তার জন্য রয়েছে এআই ফেস লক ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া আইপি৬৪ রেটিং থাকায় ডিভাইসটি পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত।

ডিজাইন ও কালার

কোয়াড কার্ভড ডিজাইন হওয়ায় ফোনটি যেমন আকর্ষণীয়, তেমনি হ্যান্ডি। এটি পাওয়া যাচ্ছে স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাক—এই তিনটি রঙে।

ভ্যারিয়েন্ট ও মূল্য

৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৭,৯৯৯ টাকা

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২০,৯৯৯ টাকা

ডিভাইসটি দেশের সব শাওমির অফিশিয়াল স্টোরে পাওয়া যাচ্ছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, “আমরা বিশ্বাস করি রেডমি ১৫ হবে এমন এক স্মার্টফোন, যা গ্রাহকদের দেবে দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং নিরবচ্ছিন্ন অভিজ্ঞতার সমন্বিত সুবিধা।”

আরও পড়ুন