২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ০০:৪৭

শিরোনাম পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি Logo রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে সরকার Logo দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসার সদস্য মোতায়েন Logo ৪৭তম বিসিএস প্রিলিমিনারি: উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন Logo দূরে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ: প্রধান উপদেষ্টা Logo খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৩, সেনা-পুলিশসহ আহত ১৭ Logo হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমল ১২ হাজার টাকা Logo একুশে বইমেলা স্থগিত Logo

গুগল জিমিনিতে এলো ন্যানো-বানানা

গুগল জিমিনিতে এলো ন্যানো-বানানা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৭

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি জীবনকে সহজ করে তুলছে প্রতিনিয়ত। প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে কবিতা লেখা কিংবা ছবি এডিট—সবকিছুই এখন এআই চ্যাটবটের মাধ্যমে সম্ভব হচ্ছে।

সম্প্রতি গুগল ডিপমাইন্ড তাদের এআই অ্যাপ জিমিনিতে যুক্ত করেছে নতুন ইমেজ-এডিটিং মডেল ‘ন্যানো-বানানা’। এটি পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, ছবি এডিট করার সময় মুখমণ্ডলের ফিচার ও পরিচয় একেবারে নিখুঁতভাবে বজায় রাখে।

এআই এডিটিং টুল ব্যবহারে সাধারণত সূক্ষ্ম বিষয়গুলো সঠিকভাবে ফুটে ওঠে না—হাসি বিকৃত হয়, চুলের স্টাইল অস্বাভাবিক দেখায় কিংবা মুখের গড়ন বিকৃত হয়ে যায়। ন্যানো-বানানা সেই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে তুলতে পারছে। ফলে সেলিব্রিটিদের সঙ্গে ছবি তোলা, রেট্রো লুক দেওয়া কিংবা পারিবারিক ছবিতে পোষা প্রাণী যুক্ত করা আরও সহজ হয়ে গেল। এডিটেড ছবিগুলোও একেবারে বাস্তবের মতোই দেখাবে।

কীভাবে ব্যবহার করবেন?

নিজের একটি ছবি আপলোড করুন।

পছন্দের তারকা—যেমন শাহরুখ খান, আমির খান, টম ক্রুজ বা অ্যাঞ্জেলিনা জোলিকে যুক্ত করার নির্দেশ দিন।

কিছুক্ষণ অপেক্ষার পর জিমিনি তৈরি করে দেবে নতুন ছবি, যা দেখে মনে হবে সেটি বাস্তবেই তোলা হয়েছে।

চাইলে কাপড়ের রং, চুলের স্টাইল কিংবা ব্যাকগ্রাউন্ডও বদলে নিতে পারবেন।

এমনকি নতুন আউটফিট ট্রাই করার সুযোগও রয়েছে। প্রফেশনাল ইউনিফর্ম, বলিউড কস্টিউম কিংবা ক্যাজুয়াল স্টাইল—যাই বাছাই করুন না কেন, সব এডিটেই মুখ থাকবে স্বাভাবিক ও নিখুঁত।

গুগলের দাবি, এই টুল ব্যবহারে জটিল কোনো প্রক্রিয়া নেই। স্মার্টফোন দিয়েই সহজে করা যাবে সবকিছু।

আরও পড়ুন